
দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: কুমিল্লার দাউদকান্দি উপজেলার সুন্দলপুর মডেল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আসলাম মিয়াজির আম্মা অজুফা খাতুন (৮৫) আজ শুক্রবার ভোর রাতে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তাঁর জানাযার নামাজ সুন্দলপুর হাইস্কুল মাঠে বেলা ১১ টায় অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে ইমামতি করেন মাওলানা খন্দকার আবুল বাশার। এর আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন চেয়ারম্যান মোঃ আসলাম মিয়াজি, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি বশিরুল আলম মিয়াজি, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন শিকদার ও ঢাকার গাও মাদরাসার বড় হুজুর মাওলানা মাহমুদুল হাছান। পরে নিকটস্থ কবর স্থানে মরহুমার দাফন সম্পন্ন হয়।
এলাকার বহু ধর্মপ্রাণ মুসল্লী জানাযার নামাজে শরিক হয়ে বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।