sliderস্থানীয়

চিরিরবন্দরে জালনোট প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত

চিরিরবন্দর প্রতিনিধি : চিরিরবন্দরে জালনোট প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুন) সকাল ১১ ঘটিকায় চিরিরবন্দর উপজেলা পরিষদ হলরুমে বাংলাদেশ ব্যাংক রংপুরের তত্বাবধানে সোনালী ব্যাংক লিঃ চিরিরবন্দর শাখার সহযোগিতায় এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
সোনালী ব্যাংক লিঃ প্রিন্সিপাল অফিস দিনাজপুরের এ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার মোঃ মাসুদ আলম এর সভাপতিত্বে ওয়ার্কশপে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা প্রদান করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আহসানুল হক মুকুল। প্রধান আলোচক ভবদীশ চন্দ্র রায়, অতিরিক্ত পরিচালক বাংলাদেশ ব্যাংক রংপুর, সহ-আলোচক মোঃ সোহেল রানা, উপ পরিচালক বাংলাদেশ ব্যাংক রংপুর।
উক্ত ওয়ার্কশপে প্রধান অতিথি চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা সিদ্দীকা,বিশেষ অতিথি উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সুনীল কুমার সাহাসহ উপস্থিত ছিলেন সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার আলহাজ্ব মোঃ জিয়াউল ইসলাম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা হামিদুর রহমান, উপজেলা কৃষি অফিসার মোছাঃ জোহরা সুলতানা শারমিন, কৃষি ব্যাংক চিরিরবন্দর শাখার ব্যবস্থাপক, পল্লী সঞ্চয় ব্যাংক চিরিরবন্দর শাখার ব্যবস্থাপক,মোঃ মাহাতাব উদ্দীন সরকার প্রধান শিক্ষক চিরিরবন্দর বালিকা উচ্চ বিদ্যালয়, সুশান্ত কুমার রায় প্রধান শিক্ষক দূর্গাডাঙ্গা উচ্চ বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারি শিক্ষকবৃন্দ, উপজেলার ব্যবসায়ী সমিতির সভাপতি সাধারণ সম্পাদকসহ বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Related Articles

Leave a Reply

Back to top button