গৌরীপুরে জয়নাল সভাপতি -মহিবুর সাঃ সম্পাদক ও কামাল সাংগঠনিক সম্পাদক নির্বাচিত

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতাঃ কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গৌরীপুর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সম্মেলনটি অনুষ্ঠিত হয়। বিকাল ৪টায় গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সমির আলম সরকার সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাসুদেব ঘোষ। প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি সাংবাদিক হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি সালাউদ্দিন রিপন, সাংগঠনিক সম্পাদক হাজী তোফাজ্জল হোসেন,গৌরীপুর ইউনিয়ন চেয়ারম্যান নোমান মিয়া সরকার, উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান বাবু সরকার। বিশেষ বক্তার বক্তব্য রাখেন অত্র ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ সরকার। সাবেক মেম্বার আব্দুস সাদেকের সভাপতিত্বে ও আব্দুল হাইয়ের সার্বিক সহযোগিতায় প্রথম অধিবেশনে ৪-৫ ও ৬ নং ওয়ার্ডের পুরোনো কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। প্রথম অধিবেশনে অত্র ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক বশির আহমেদ শ্রাবনের পরিচালনায়, উপজেলা যুবলীগের সদস্য ইসমাইল সরকার, অত্র ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মমিনুল হক প্রধান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি সুমন ব্যাপারী, কেয়ার ফিড ব্যবসায়ী মোঃ সাইফুল ইসলাম (চেয়ারম্যান)সহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তব্য কালে বক্তারা নতুন কমিটিতে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করতে নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান। দ্বিতীয় অধিবেশনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ৪ ও ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের আংশিক কমিটি গঠন করা হয়। কমিটি নিন্মরূপঃ ৬ নং ওয়ার্ড থেকে ন্যায় বিচারক পুন নির্বাচিত ইউপি সদস্য জননন্দিত ব্যক্তি মোঃ জয়নাল আবেদীন মেম্বারকে – সভাপতি, মোঃ মহিবুর রহমানকে- সাধারণ সম্পাদক, মোঃ কামাল হোসেনকে – সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়। ৫ নং ওয়ার্ডের কমিটি ঘোষণা করা হয়নি। ৪ নং ওয়ার্ড হাজী শামসু মিয়া- সভাপতি মোঃ নজরুল ইসলাম – সাধারণ সম্পাদক ও মোঃ আলী আহমেদ – সাংগঠনিক সম্পাদক হিসেবে নাম ঘোষণা করা হয়। ৭২ বছর ধরে গৌরীপুর- হরিপুর থেকে মহাসড়ক সংযোগ সড়ক মেরামত না করায় সাইফুল ইসলাম (চেয়ারম্যান) তাঁর বক্তব্য কালে চরম ক্ষোভ প্রকাশ করেন। আসন্ন জাতীয় নির্বাচনের আগে সড়কটির কাজ সম্পন্ন করার জন্য তিনি জোর দাবি করেন, এসময় মুহুর্মুহু করতালি মাধ্যমে সম্মেলনে আগত নেতাকর্মীরা তাঁর বক্তব্যের প্রতি সমর্থন জানান।