
ইরানে অনুষ্ঠিত ছেলেদের প্রথম জুনিয়র বিশ্বকাপ কাবাডি চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। কোয়ার্টার ফাইনালে লাল-সবুজের প্রতিনিধিরা উড়িয়ে দিয়েছেন থাইল্যান্ডকে।
বৃহস্পতিবার থাইল্যান্ডকে ৬২-৩৭ পয়েন্টে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ।
এর আগে গ্রুপ সেরা হয়ে প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে পা দিয়েছিল বাংলাদেশ। অনূর্ধ্ব-২০ পর্যায়ের এই আসরে ‘সি’ গ্রুপে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারায় ৮৪-১১ পয়েন্টে। দ্বিতীয় ম্যাচে চাইনিজ তাইপেকে হারায় ৪৮-৩৬ পয়েন্টে।
শুক্রবার সকালে আসরের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।