slider

কটিয়াদীতে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি : ৬ই সেপ্টেম্বর বুধবার সনাতন হিন্দুধর্মালম্বীদের আরাধ্য দেবতা ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। সনাতন হিন্দু ধর্ম অনুযায়ী ইহ জগতে পাশবিক শক্তিকে দমন করে মানবজাতির কল্যাণ ও ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য বাংলা ভাদ্র মাসের কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে মহা অবতার ভগবান শ্রীকৃষ্ণ এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন। উনার জন্মদিন উপলক্ষে কটিয়াদী পূজা উদযাপন পরিষদের উদ্যোগে ৬ই সেপ্টেম্বর বুধবার সকাল ১১ ঘটিকায় ধর্মীয় ভাব গাম্ভীর্যের মাধ্যমে একটি শোভাযাত্রা শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণজীওর আখড়া থেকে বের হয়ে কটিয়াদী বাজার প্রদক্ষিণ করে সেই আখড়াতে এসেই শেষ হয়। পরে এখানে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শেখর রায়ের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে কটিয়াদী আওয়ামী লীগ নেতা মোঃ সিদ্দিকুর রহমান, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র বর্মন, কটিয়াদি মডেল থানার অফিসার ইনচার্জ এসএম শাহাদাত হোসেন, পৌর পূজা উদযাপন পরিষদের সম্পাদক শুভজিৎ সাহা সহ অনেকেই বক্তব্য রাখেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্থানীয় পাক্ষিক সমাচার পত্রিকার সম্পাদক মোঃ শাহিন। কিশোরগঞ্জ -২ (কটিয়াদী- পাকুন্দিয়া) নির্বাচনী এলাকার সংসদ সদস্য জনাব নুর মোহাম্মদ সনাতন হিন্দু ধর্মালম্বীদের অবতার শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে স্থানীয় হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button