
রতন ঘোষ,কটিয়াদী প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মোঃ কাউছার (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার ১০ অক্টোবর বিকেল পাঁচটার দিকে ঢাকার জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নিহত কাউসার কটিয়াদী উপজেলার মসুয়া ইউনিয়নের প্রেমারচর গ্রামের মোঃ চান মিয়ার একমাত্র পুত্র। তিনি সদ্য বিবাহিত ছিলেন । এলাকা সূত্রে জানা যায় সোমবার ৬ অক্টোবর কাউসার নিজ বাড়িতে গ্যাসের চূলা থেকে আগুন নিতে গেলে, হঠাৎ সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। এতে তার শরীরের অধিকাংশ অংশ দগ্ধ হয়ে যায়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। সেখানে তিনি চারদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শুক্রবার বিকেলে মৃত্যুবরণ করেন। কাউসারের অকাল মৃত্যুতে তার পরিবার ও তার এলাকায় সুখের ছায়া নেমে এসেছে।




