sliderস্থানীয়

কটিয়াদীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি :কিশোরগঞ্জের কটিয়াদীতে ৩শত পিস ইয়াবা ট্যাবলেট সহ জেলা ডিবি পুলিশ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত লাইছ উরফে লইছ উদ্দিন (৪৫)পিতা কেনু উরফে কেনু মিয়া গ্রাম দুর্গাপুর, কটিয়াদী উপজেলার স্থায়ী বাসিন্দা।
ঘটনা সুত্রে জানা যায়, গোপন সূত্রের খবর পেয়ে কিশোরগঞ্জ ডিবি পুলিশের এসআই ফারুক আহামদের নেতৃত্বে ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় ২৪ অক্টোবর সন্ধ্যায় কটিয়াদী থানার দুর্গাপুর এলাকার গচিহাটা-মানিক খালি পাকা রাস্তার উপর সবল মিয়ার দোকানের সামনে এক অভিযান চালিয়ে মোহাম্মদ লইস উদ্দিনকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজতে থাকা তিনশত পিস ইয়াবার ট্যাবলেট ও জব্দ করে। গ্রেপ্তারকৃত লাইসদ্দিন দীর্ঘদিন যাবত অবৈধ মাদক ব্যবসার সাথে জড়িত বলে স্বীকার করে।
এ ব্যাপারে কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ এস এম শাহাদাত হোসেন এর সাথে যোগাযোগ করা হলে তিনি এর সত্যতা নিশ্চিত করেন এবং আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রজু করা হয়েছে বলে জানান।

Related Articles

Leave a Reply

Back to top button