sliderস্থানীয়

কটিয়াদি থানার দুলাল মিয়া জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি : কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন কটিয়াদী মডেল থানার এস আই দুলাল মিয়া । ২৪ আগস্ট বৃহস্পতিবার কিশোরগঞ্জ জেলা পুলিশ এর মাসিক কল্যাণ সভায় এস আই দুলালকে জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে পুরস্কৃত করা হয়।

কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ রাসেল শেখের সভাপতিত্তে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ মোস্তাক সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) নূরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার (হোসেনপুর সার্কেল) সুজন চন্দ্র সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মনোতোষ বিশ্বাস সহ অন্যান্য সার্কেল অফিসার ও সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বৃন্দ ।

কিশোরগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, মাদক কারবারি ও মাদক সেবীদের গ্রেপ্তার এবং ওয়ারেনভুক্ত আসামি গ্রেপ্তার সহ অন্যান্য সাফল্যের জন্য কটিয়াদি মডেল থানার এস আই দুলাল মিয়াকে জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে ঘোষণা করেন এবং তার হাতে পুরস্কারের ক্রাস্ট ও নগদ অর্থ তুলে দেন।

Related Articles

Leave a Reply

Back to top button