sliderস্থানিয়

ঔষধ ব্যবসায়ীদের বিক্র‍য় কমিশন বাড়ানোর দাবিতে লিফলেট বিতরণ

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি: ঔষুধ কোম্পানিগুলোর থেকে বিক্রয় কমিশন বাড়ানোর দাবি জানিয়েছে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি।

তারই ধারাবাহিকতায় শেরপুর জেলার ঝিনাইগাতী কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির সাধারণ সম্পাদক মো:শাহজালাল  বলেন ১৯৪০ সাল থেকে ওষুধ কোম্পানিগুলো খুচরা ও পাইকারি বিক্রেতাদের ১৫ শতাংশ কমিশন দিয়ে আসছিল। বর্তমানে তা কমে ১২ শতাংশে নেমে এসেছে। অথচ প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানে এই কমিশন ৩০ শতাংশের বেশি।

মো:শাহজালাল অভিযোগ করেন, বিভিন্ন ফি, কর, দোকান ভাড়া, ফার্মাসিস্টের বেতন ও দ্রব্যমূল্য বেড়ে যাওয়ায় ওষুধ ব্যবসা টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়েছে। সরকারি ফি ও খরচ বহুগুণ বেড়েছে, অথচ কোম্পানিগুলোর কমিশন বাড়েনি,বরং আগের চেয়ে কমেছে। কমিশন ২৫ শতাংশে উন্নীত করার দাবি তাঁরা আগেও বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের কাছে তুলে ধরেছেন। 

গত ২২ মে তাঁরা সারা দেশে মানববন্ধনও করেছেন। তবে এখনো কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।

উক্ত কর্মসূচিতে ঔষধ ব্যাবসায়ীদের মাঝে দোকানে দোকানে লিফলেট বিতরণ করেন  ঝিনাইগাতী উপজেলার কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির সভাপতি জনাব মো: ছামিউল হক,সাধারণ সম্পাদক মানবতার ফেরিওয়ালা বিশিষ্ট ঔষধ ব্যাবসায়ী মো: শাহজালাল সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button