sliderজাতীয়শিরোনাম

‘এপ্রিলে করোনা পরিস্থিতি ভয়াবহ হতে পারে’

আগামী এপ্রিলের শুরুতে করোনা পরিস্থিতি ভয়াবহ হতে পারে বলে জানিয়েছন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। রোববার নগর ভবনে এক জরুরি সভায় সভাপতির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
মেয়র বলেন, দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সাথে কথা বলে বুঝতে পেরেছি দেশে করোনার ছড়িয়ে পড়ার আশংকা রয়েছে। মৃত্যুর সংখ্যা বাড়তে পারে। এজন্য এখন থেকেই আমাদের ঐক্য বদ্ধ ভাবে উদ্যোগ নিতে হবে। প্রবাসীদের অবাধ বিচরনের সুযোগ দেয়া মারাত্মক ভুল হয়েছে। যার খেসারত এখন দিতে হচ্ছে বলেন তিনি।
সভায় করোনা প্রতিরোধে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১০টি অঞ্চল এবং ৭৫ ওয়ার্ড কমিটি গঠন করা হয়।
উল্লেখ্য, গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাস ধরা পড়ে। এ ভাইরাস আক্রন্ত হয়ে এখন পর্যন্ত দুইজন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ২৭জন। এদের মধ্যে ৫জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন।
অন্যদিকে রোববার পর্যন্ত বিশ্বব্যাপী করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৫০ জনে। এর মধ্যে ইতালিতেই গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৭৯৩ জন মারা গেছেন। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন বিশ্বের ৩ লাখ ৭ হাজার ৬২৭ জন। এদের মধ্যে বর্তমানে ১ লাখ ৭২ হাজার ৫৬১ জন চিকিৎসাধীন এবং ৭ হাজার ৭৬৫ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

Related Articles

Leave a Reply

Back to top button