
মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি: বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য ও তিনবারের সাবেক এমপি মাহমুদুল হক রুবেল বলেছেন যে, একটি মহল নির্বাচনকে বিলম্বিত করার ষড়যন্ত্রে লিপ্ত, সেই অপচেষ্টা রুখে দিতে হবে। আর ৩১ দফা বাংলাদেশের ভবিষ্যতের নিরাপত্তা ও ন্যায়ের প্রতীক। বিএনপির প্রতিটি নেতাকর্মীর দায়িত্ব হচ্ছে এই বার্তা ঘরে ঘরে পৌঁছে দেয়া। জনগণের কাছে গিয়ে তাদের বোঝাতে হবে। এই রূপরেখাই দেশকে সংকট থেকে মুক্তির পথ দেখাবে ইনশাঅল্লাহ।” তিনি আরও বলেন, “একটি মহল নির্বাচনকে বিলম্বিত করার ষড়যন্ত্রে লিপ্ত। তবে সেই অপচেষ্টা সফল হবে না। সঠিক সময়েই অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে।
তিনি ঝিনাইগাতী উপজেলায় ৪ জুলাই শুক্রবার বেলা ১১টায় আহমদ নগর উচ্চ বিদ্যালয় হলরুমে বিএনপির কর্মশালায় প্রধান অতিথির ভাষনদানকালে এসব কথা বলেন। সাবেক এমপি মাহমুদুল হক রুবেল বলেন, জনগণকে বোঝাতে হবে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন কেন বাস্তবায়ন করতে হবে। ঝিনাইগাতী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ,শাহ্জাহান আকন্দের সভাপতিত্বে ও যুগ্ন আহবায়ক মো.আব্দুল মান্নানের সঞ্চালনায় কর্মী সমাবেশে উপজেলার তিনটি ইউনিয়ন হাতিবান্দা, মালিঝিকান্দা ও গৌরিপুর ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন। ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দরা আওয়ামীলীগের আমলে তাদের উপর দু:সহ স্মৃতিচারণ করেন। মামলা, হামলা ও জেল জীবনের কথা বলেন। আগামীদিনে বিএনপির সাংগঠনিক গতি বৃদ্ধি ও আগামী নির্বাচনের প্রস্তুতি নেয়ার বিষয়ে আলোচনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুল হক রুবেল বলেন, এই ৩১ দফা বাংলাদেশের ভবিষ্যতের নিরাপত্তা ও ন্যায়ের প্রতীক। তাই বিএনপির প্রতিটি নেতাকর্মীর দায়িত্ব হলো—এই বার্তা ঘরে ঘরে পৌঁছে দেয়া। জনগণের কাছে গিয়ে তাদের বোঝাতে হবে, এই রূপরেখাই দেশকে সংকট থেকে মুক্তির পথ দেখায়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ঝিনাইগাতী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. লুৎফর রহমান, মো. আব্দুর রশিদ, মো. ছাইদুল হক, মো. আব্দুল মান্নান হীরা, মো. আতাউর রহমান, গৌরিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো.আব্দুল মুমিন, মালিঝিকান্দা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মো. মোতাহার আলী বেলাল, হাতীবান্দা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো.আনোয়ার হোসেন ও গৌরীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. আক্রাম হোসেন প্রমুখ।