slider

আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি শাহ আলম এশিয়ান টিভির সেরা রিপোর্টিংয়ের সন্মাননা পাওয়ায় ফুলেল শুভেচ্ছা

আশুলিয়া প্রতিনিধি : ঢাকা জেলা সাভারের আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতির সেরা রিপোর্টিংয়ের জন্য সন্মাননা ক্রেস পুরস্কারে ভূষিত হওয়ায় ফুলেল শুভেচ্ছা ও জন্ম বার্ষিকী উৎযাপন করেছে আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সংবাদকর্মীরা। 

মঙ্গলবার বিকালে আশুলিয়ার ডিইপিজেড রপ্তানি (পুরাতন রপ্তানী) পুলিশ বক্স সংলগ্ন আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের নিজস্ব হলরুমে আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি শাহ আলম এর ৫৫তম জন্ম বার্ষিকী উদযাপন করা হয়। এর আগে রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন নিয়ে উপস্থিত সদস্যদের মাঝে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপস্থিত সদস্যদের সকলে বার্ষিক বনভোজন করার পক্ষে মত প্রকাশ করেন।

পরে ক্লাবের সভাপতি ও এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার শাহ আলম ২০২২সালে সেরা রিপোর্টিংয়ের জন্য সন্মাননা ক্রেস পুরস্কারে ভূষিত হওয়ায় রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে সভাপতিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

পরে সভাপতির ৫৫তম জন্ম বার্ষিকী উপলক্ষে সকলে কেক কেটে উদযাপন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহ আলম, সঞ্চালনায় ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম সিদ্দিকী মানু। এ-সময় উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, যূগ্ন সাধারণ সম্পাদক শাকিল আহমেদ সুজন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক খোরশেদ আলম, সমাজ কল্যাণ সম্পাদক নেছার উদ্দিন খান, কার্যনির্বাহী বাবুল হোসেন, সিনিয়র সদস্য আসাদুজ্জামান লিটন, মো. জসিম উদ্দিন বিজয়, খোরশেদ আলম-২।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক বেলাল চৌধুরী, নিলয়, কাইয়ুম, মুকুল, মানিক, শাহ আলম, সাইদুর প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button