
‘স্যার, শুক্রবার থেকে আমার বাড়িতে চাল নেই। আমার পরিবারে ৫ জন সদস্য। প্রতিদিন বিকেলে চপের দোকান করে সংসার চালাই। কয়েক দিন ধরে দোকান বন্ধ। জমানো টাকা শেষ। চাল না কিনলে না খেয়ে থাকতে হবে’।
শনিবার সকালে নওগাঁর মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমানের মোবাইলে পারভিন সুলতানা নামের এক নারী তার দুরবস্থার কথা জানান এইভাবে।
এরপরেই নিজ অর্থায়নে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল এবং একটি সাবান নিয়ে হাজির পারভিন সুলতানার বাড়িতে। খাদ্য সামগ্রী পেয়ে খুশি পারভিনের পরিবার।
উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান দেশ রূপান্তরকে বলেন, অসহায় দুস্থ মানুষ যাতে খাবারের কষ্ট না পায়, সরকারের দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় সে লক্ষ্যে কাজ করছে। ইউনিয়ন কমিটি দরিদ্র অসহায় মানুষদের তালিকা দিয়েছে। তালিকা অনুযায়ী তাদের বাড়িতে খাবার পৌঁছে দেওয়া হবে।
তিনি আরও বলেন, আমরা সকলকে আশ্বস্ত করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। আমরা দরিদ্র অসহায় মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দিব। দেশ রূপান্তর