sliderফিচারশিরোনাম

আজো আমি বাতাসে লাশের গন্ধ পাই

মেসবা খান: অবশেষে মৃত্যুর তেত্রিশ বছর পরে হলেও সরকার বাহাদুর তাঁকে মরণোত্তর একুশে পদক/২০২৪ এ ভূষিত করে দায়মুক্ত হলো।

রুদ্র মুহাম্মদ শহিদুল্লাহ একজন কবি ও গীতিকার যিনি ‘প্রতিবাদী রোমান্টিক’ হিসেবে খ্যাত।

আশির দশকে কবিকণ্ঠে কবিতা পাঠে যে কয়েকজন কবি শ্রোতাদের কাছে প্রিয় হয়ে ওঠেন তিনি তাঁদের অন্যতম।

তাঁর জনপ্রিয় কবিতার মধ্যে অন্যতম ‘যে মাঠ থেকে এসেছিল স্বাধীনতার ডাক, সে মাঠে আজ বসে নেশার হাট’, ‘বাতাসে লাশের গন্ধ’। এই কবির স্মরণে বাংলাদেশের বাগেরহাট জেলার মংলার মিঠেখালিতে গড়ে উঠেছে ‘রুদ্র স্মৃতি সংসদ’।

বিখ্যাত এবং বিতর্কিত বাংলাদেশি নারীবাদী লেখিকা তসলিমা নাসরিনকে ১৯৮১ সালে তিনি ভালোবেসে বিয়ে করেন এবং ১৯৮৬ সালে তাঁদের বিবাহ বিচ্ছেদ ঘটে।

জন্ম ১৬ অক্টোবর ১৯৫৬ সালে পিতার কর্মস্থল বরিশাল জেলায়। আদি বাড়ি বাগেরহাটের মংলা উপজেলার মিঠেখালি গ্রামে।

তারুণ্য ও সংগ্রামের দীপ্ত প্রতীক কবি রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ ৩৪ বছরের স্বল্পায়ু জীবনে সাতটি কাব্যগ্রন্থ ছাড়াও গল্প, কাব্যনাট্য এবং ‘ভালো আছি ভালো থেকো’সহ অর্ধ শতাধিক গান রচনা ও সুরারোপ করেছেন।

ঢাকা ওয়েস্ট এন্ড হাইস্কুল থেকে ১৯৭৩ সালে এসএসসি এবং ১৯৭৫ সালে এইচএসসি পাস করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় অনার্সসহ এমএ পাস করেন।

২১ জুন ১৯৯১ সালে মাত্র ৩৫ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শ্রদ্ধাঞ্জলি।

Related Articles

Leave a Reply

Back to top button