
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: প্রতিবন্ধী অনামিকা (১৩) হুইল চেয়ার পেয়ে যেন প্রাণ ফিরে পেলো। খুশী হয়েছে তার পিতা মাতাও। ১৯ অক্টোবর বিকালে সদর উপজেলা সমাজ সেবা অফিসার কাঞ্চন কুমার দাস শিশু অনামিকাকে হুইল চেয়ার প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সমাজ সেবা অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ। আরো উপস্থিত ছিলেন প্রতিবন্ধী অনামিকার পিতা দুলাল হলদার ও মাতা উন্নতি রানী। উন্নতি রানী জানান আমার মেয়েটি জন্মগতভাবে প্রতিবন্ধী হওয়ায় লালন-পালনে কষ্ট হলেও মা হিসাবে সেবা দিয়ে আসছি। অভাবের সংসারে তার জন্য একটি চেয়ার কিনতে পারিনি। সমাজ সেবা অফিসার কাঞ্চন কুমার দাসের কাছে আবেদন করার পরই তিনি জরুরী ভিত্তিতে হুইল চেয়ারের ব্যবস্থা করে দিয়েছেন।




