sliderস্থানীয়

অভয়নগরের ভৈরব নদে কয়লা বোঝাই জাহাজ ডুবি

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোর জেলার অভয়নগর উপজেলার ভৈরব নদে এমভি পূর্বাঞ্চল-৭ নামে একটি কয়লাবোঝাই কার্গো জাহাজ ডুবে গেছে।
গতকাল (১৫ জানুয়ারি) সোমবার দিবাগত রাত ৩টার দিকে অভয়নগরের ভাটপাড়া এলাকায় জাহাজটি ডুবে যায়। জাহাজে প্রায় ৮০০ মেট্রিক টন কয়লা ছিল যার আনুমানিক মূল্য ১ কোটি ৩৫ লক্ষ টাকা।

আজ (১৬ জানুয়ারি) মঙ্গলবার এমভি পূর্বাঞ্চল-৭-এর মাস্টার মফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স জেএইচএম গ্রুপ ইন্দোনেশিয়া থেকে ওই কয়লা আমদানি করে অভয়নগরের নওয়াপাড়ায় আনে।

আমদানিকারক প্রতিষ্ঠান সূত্র জানায়, ইন্দোনেশিয়া থেকে আমদানি করা প্রায় ৮০০ মেট্রিক টন কয়লা বড় জাহাজে করে মোংলা বন্দরের হাড়বাড়িয়ায় আনা হয়। সেখান থেকে ৪ জানুয়ারি সকালে এমভি পূর্বাঞ্চল-৭ কার্গো জাহাজ ওই কয়লা বোঝাই করে রওনা দেয় এবং ৫ জানুয়ারি সন্ধ্যায় সেটি ভাটপাড়া এলাকায় ভৈরব নদের ঘাটে নোঙর করে। সোমবার রাত ১২টার দিকে ভাটার সময় জাহাজটিতে পানি উঠতে থাকে। ভোর ৩টার দিকে তলিয়ে যায়।

মেসার্স জেএইচএম গ্রুপের বিক্রয় কর্মকর্তা জগদীশ চন্দ্র মণ্ডল বলেন, ভৈরব নদে কয়লাবোঝাই কার্গো জাহাজ তলিয়ে গেছে। জাহাজে প্রায় ৮০০ মেট্রিক টন কয়লা ছিল। কয়লা উদ্ধারের কাজ চলছে।

Related Articles

Leave a Reply

Back to top button