sliderখেলাশিরোনাম

বিশ্ব চ্যাম্পিয়নদের ধবলধোলাই বাংলাদেশের

১৫৯ রানের লক্ষ্যে ১৩ ওভার শেষে ১ উইকেটে ১০০ রান। এ ম্যাচে পরিষ্কার ফেবারিট ছিল ইংল্যান্ড। ক্রিজে ছিলেন দুই থিতু ব্যাটসম্যান ডেভিড ম্যালান ও জস বাটলার।
এরপরের ২ ওভারেই বদলে গেল চিত্রটা। ডেভিড ম্যালানকে ফেরালেন তাসকিন আহমেদ। জস বাটলার ঠিক পরের বলে রানআউট। আরেকবার পথ হারাল ইংল্যান্ড। আরেকবার দুর্দান্ত প্রত্যাবর্তনে ম্যাচ জিতল বাংলাদেশ।
১, ২, ৩—বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড ধবলধোলাই! ওয়ানডে সিরিজে শেষ ম্যাচ জিতে ধবলধোলাই হওয়া আটকেছিল বাংলাদেশ, তবের পরের তিন ম্যাচ জিতে টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ডকে সে স্বাদ দিল সাকিব আল হাসানের দল।
৩ ম্যাচের সিরিজে প্রতিপক্ষকে এ নিয়ে দ্বিতীয়বার ধবলধোলাই করল বাংলাদেশ, সর্বশেষ ২০১২ সালে আয়ারল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারিয়েছিল তারা।
হাসান মাহমুদ ও মিরাজ ছাড়া বাকিরা উইকেটের দেখা পেয়েছেন। তবে হাসান ডেথ ওভারে স্নায়ু ধরে রেখেছেন, মিরাজ তো ফিল্ডিংয়েও ছিলেন দারুণ। দারুণ ছিল সাকিবের অধিনায়কত্বও।
এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ পথ হারিয়েছিল শেষ ৫ ওভারে। সে সময়ে উঠেছিল মাত্র ২৭ রান। ইংল্যান্ড শেষ ৫ ওভারে তুলেছে ৩৪ রান, তবে যথেষ্ট হয়নি।
প্রথম আলো

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button