
মো.নজরুল ইসলাম,মানিকগঞ্জ: “রাগিং বুলিং বন্ধ করি, নারীবান্ধব প্রতিষ্ঠান গড়ি” এই স্লোগান নিয়ে আজ মানিকগঞ্জের সিংগাইর সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সকাল থেকে দুপুর পর্যন্ত স্কুল শিক্ষক,বিবাহ রেজিস্ট্রার, ধর্মীয় নেতা ও যুব নেতৃত্বের সাথে বাল্যবিবাহ,নারী ও শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।
সভায় অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম আরিফুর রহমানের সভাপতিত্বে ও বারসিক প্রকল্প কর্মকর্তা মো. নজরুল ইসলামের সঞ্চালনায় কর্মসূচির ধারণা পাঠ করেন প্রকল্প সহায়ক রিনা সিকদার। আলোচনায় অংশগ্রহণ করেন অত্র বিদ্যালয়ের সিনিয়র সহকারী ধর্মীয় শিক্ষক মো. হারুন অর রশীদ, কাজী আবদুল খালেক, সহকারী শিক্ষক মো. শামীম খান,সহকারী শিক্ষকা রিনা আক্তার, বারসিক প্রকল্প সহায়ক আছিয়া আক্তার প্রমুখ।
বক্তারা বলেন সমাজে এখনো বাল্য বিবাহ, নারী ও শিশু নির্যাতনের মতো অসংখ্য সামাজিক সহিংসতা ঘটছে। আমরা শিক্ষক ও সচেতন নাগরিক হিসেবে দায় এড়াতে পারিনা। আমাদের সকলের উচিত সরকারি বিধিমালা মেনে সচেতনতা চালিয়ে যাওয়া। আমরা বাল্য বিয়ে প্রতিরোধ করতে কিছু ইতিবাচক প্রস্তাব করতে পারি। যেমন- কুমারী প্রণোদনা, ভালো ফলাফলে শিক্ষা সহায়তাসহ নানাবিধ সুযোগ সুবিধায় আকর্ষণ তৈরি করে তরুণ প্রজন্মের মাঝে প্রত্যয় নিতে পারি।



