
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:”সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এই প্রতিবাদ্যে- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালন হয়েছে। শনিবার সকালে উপজেলা সমবায় অফিস ও উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা মাহবুব আরিফের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুৎ তোয়াব, শিবগঞ্জ ইউসিসিএ লি. এর সভাপতি সাব্বির আহম্মেদ ও কানসাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেফাউল মূলক প্রমূখ। এর আগে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।



