sliderস্থানীয়

রাঙামাটিতে পদ্মাসেতুর উদ্বোধনী আনন্দে শহরে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

মোঃ হাবীব আজম, রাঙামাটি প্রতিনিধি : রাঙামাটিতে পদ্মাসেতুর উদ্বোধনী আনন্দে শহরে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। দেশের স্বপ্নে’র পদ্মা সেতুর উদ্বোধনী দিনে আনন্দে শরীক হয়েছেন রাঙামাটিবাসীও। শনিবার (২৫ জুন) সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয় থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার মধ্যদিয়ে দেশের উন্নয়নের অগ্রযাত্রা স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনকে স্বাগত জানান রাঙামাটিবাসী। শোভাযাত্রার নেতৃত্বে দেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। র‌্যালীটি রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিমনেসিয়াম মাঠে গিয়ে শেষ হয়।
আনন্দ শোভাযাত্রা শেষে সরাসরি সেতু পাড়ে না গেলেও জিমনেসিয়াম মাঠে উদ্বোধনী অনুষ্ঠান ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেখানো হয় পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান। সেতুর উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি লাইভ স্ক্রিনে দেখে উচ্ছ্বাস প্রকাশ করে রাঙামাটি বাসী।
এসময় সরাসরি ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। এতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, রাঙামাটি পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি ) মীর মোদদাছছের হোসেন, রাঙামাটি সিভিল সার্জন ডা. বিপাশ খীসা, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মামুন, অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম, পৌর মেয়র আকব্বর হোসেন চৌধুরীসহ রাঙামাটির সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী ও জেলার সর্বস্থরের সাধারণ মানুষ অনুষ্ঠানে যোগ দেন।
এর আগে জিমনেসিয়াম মাঠে বেলুন উড়িয়ে সেতু উদ্বোধনকে স্বাগত জানান। সন্ধ্যায় জিমনেশিয়াম মাঠে অনুষ্ঠিত হয় স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এরপর ফোটানো হয় আঁতশবাজি ঝলকানি।

Related Articles

Leave a Reply

Back to top button