sliderস্থানিয়

ধামইরহাটে লগি-বৈঠার নারকীয় হত্যাযজ্ঞের বিচার দাবিতে জামায়াতের বিক্ষোভ

ধামরাইরহাট প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে মঙ্গলবার বিকাল ৪ টায় ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীসহ দেশব্যাপী হত্যা-নৈরাজ্যের বিচার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির আলোকে ধামইরহাট উপজেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

নওগাঁ জেলা জামায়াতের নায়েবে আমির ও নওগাঁ-২ আসনে জামায়াতের এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হকের নেতৃত্বে উপজেলা সদরের নিমতলী মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে আমাইতাড়া হয়ে টিএন্ডটি বাজারে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

উপজেলা জামায়াতের আমির মাওঃ কামরুজ্জামানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি বক্তব্য প্রদান করেন নওগাঁ-২ আসনে জামায়াতের এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক। তিনি তার বক্তব্যে ২০০৬ সালে ২৮ অক্টোবর রাজধানী পল্টনে নারকীয় হত্যাযজ্ঞসহ দেশব্যাপী হত্যা ও নৈরাজ্যের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। সেদিন রাজপথে জামায়াতের সাথে সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে তৎকালীন জোটসঙ্গী বিএনপি না থাকায় কঠোর সমালোচনা করেন এবং তখন থেকেই কার্যত ফ্যাসিবাদের যাত্রা শুরু হয় বলে তিনি অভিযোগ করেন ।

জামায়াতের উপজেলা সেক্রেটারি রেজোয়ানের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি ও জেলা যুব সভাপতি মারুফ আহমেদ, ধামইরহাট উপজেলা জামায়াতের আমির মাওঃ কামরুজ্জামান, নায়েবে আমির মাওঃ আমানউল্লাহ, মাওঃ আতাউর রহমান প্রমুখ।

বিক্ষোভ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button