sliderশিরোনামসাময়িকি

দু’দিন বাড়লো বইমেলা

আরও দু’দিন বাড়ানো হয়েছে বইমেলার সময়। বৈরী আবহাওয়ার কারণে প্রকাশকদের দাবির মুখে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় মেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বাবু এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, বৃহস্পতিবার মেলা শেষ হওয়ার কথা ছিল। কিন্তু কয়েক দিনের ঝড়-বৃষ্টির কারণে প্রকাশকদের ক্ষতি হয়েছে। তাই মেলার প্রকাশকরা অনুরোধ করেছেন সময়সীমা বাড়ানোর জন্য। এতে করে আরও দু’দিন বাড়ানো হয়েছে বইমেলার সময়। ২ মার্চ শেষ হবে এই মেলা।
তিনি আরো বলেন, বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হয়। তিনি মেলার সময়সীমা আরও দুই দিন বাড়ানোর নির্দেশ দিয়েছেন।
১ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধন করেন। নিয়ম অনুযায়ী ২৮ ফেব্রুয়ারি বইমেলা শেষ হওয়ার কথা ছিল। কিন্তু সময় বাড়ানোর কারণে শুক্র ও শনিবার বইমেলা চলবে।
ইত্তেফাক

Related Articles

Leave a Reply

Back to top button