sliderস্থানীয়

ঠাকুরগাঁওয়ে জিংক সমৃদ্ধ চালের উপকারিতা নিয়ে সচেতনতামূলক সভা

মোঃ ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে পুষ্টির চাহিদা মেটাতে জিংক সমৃদ্ধ চালের উপকারিতা বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র আয়োজনে, “রিয়েক্টস-ইন প্রজেক্ট” এর হারভেস্ট প্লাস এবং ওয়ার্ল্ড ভিশন (কানাডা)’র বাস্তবায়নে গতকাল বৃহস্পতিবার সদর উপজেলার লক্ষীরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠিত কর্মশালায় আরডিআরএস বড়গাঁও ইউনিয়ন ফেডারেশনের চেয়ারম্যান রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামসুন্নাহার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইএসডিও’র ফোকাল পার্সন কৃষিবিদ আশরাফুল ইসলাম, সংশ্লিষ্ট প্রজেক্ট ম্যানেজার কামরুল ইসলাম প্রমুখ।

কর্মশালায় অত্র বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, বিভিন্ন শ্রেণীর প্রায় শতাধিক শিক্ষার্থী ও প্রকল্পের সাথে জড়িত বিভিন্ন কর্মকর্তাগণ অংশ নেন। বক্তারা জিংক ধান কি, এর উপকারিতা, জিংকের অভাবজনিত লক্ষণ এবং জিংক চালের উপকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

Related Articles

Leave a Reply

Back to top button