
মো:শাহাদাত হোসেন মনু, ঝালকাঠি: ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সহ সভাপতিসহ তিন নেতাকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর ও বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় মঙ্গলবার (২৮ শে অক্টোবর) দুপুরে ঝালকাঠি আদালতে আত্মসমর্পণ করলে সিনিয়র জেলা ও দায়রা জজ মো. রহিবুল ইসলাম তাঁদের জামিন নামঞ্জুর করে এ আদেশ দেন বলে নিশ্চিত করছেন পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহেব হোসেন।
আসামীরা হলেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি সালাউদ্দিন আহমেদ সালেক, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি মাহবুব হোসেন এবং ঝালকাঠি জেলা আইনজীবী সমিতি সাবেক সভাপতি ও জেলা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবীর সদস্য মাহবুবার রহমান তালুকদার।
আদালত সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১১ নভেম্বর সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ জিয়াউল ইসলাম বাদী হয়ে জেলা বিএনপির অফিসে হামলা-ভাঙচুরের অভিযোগে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমুসহ ৫৯ নেতাকর্মীর বিরুদ্ধে এ মামলা দায়ের করেন।
এজাহার সূত্রে জানা গেছে, ২০২১ সালের ৪ অক্টোবর সন্ধ্যায় ঝালকাঠি-২ আসনের সাবেক সংসদ সদস্য আমির হোসেন আমুর নির্দেশে আসামিরা শহরের ইউসুফ কমিশনার সড়কের তৎকালীন জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর করেন।
পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহেব হোসেন জানান, উচ্চ আদালত নেয়া ছয় সপ্তাহের জামিন শেষে মঙ্গলবার (২৮ শে অক্টোবর) জেলা ও দায়রা জজ আদালতে হাজির হলে বিচারক মো. রহিবুল ইসলাম তাঁদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন। আসামি পক্ষে মামলা পরিচালনা করেন বনি আমিন বাকলাই।




