
শিবগঞ্জ সংবাদদাতা: চাঁপাইনবাবগঞ্জে শুক্রবার এক রাতে হওয়া রেকর্ড ১৯১ মিলিমিটার বৃষ্টিপাতে জলমগ্ন হয়ে পড়ে শহরের অনেক এলাকা। এতে ভোগান্তিতে বেড়েছে জনজীবনে। অন্যদিকে হেলে পড়েছে মাঠের ধান,মাঠ কৃষির ক্ষয়ক্ষতি নিরুপনে কাজ করছে কৃষি বিভাগ।
শনিবার সকালে বৃষ্টির পানি জমে থাকতে দেখা যায়,সার্কিট হাউস সড়ক, জেলা প্রশাসকের বাসভবনসহ অনেক এলাকায়। শনিবার দুপুর পর্যন্ত জেলা শহরের কোর্ট এলাকাসহ অনেক এলাকায়ই জলমগ্ন ছিলো। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারনেই পানি নিষ্কাশনে এতো ধীর গতি বলে অভিযোগ স্থানীয়দের।
চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ইয়াছিন আলী জানান শুক্রবার রাতেই রেকর্ড বৃষ্টিপাত হয়েছে জেলা জুড়েই, সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে সদরে ২৬০ মিলিমিটার, শিবগঞ্জে ১৭৫ মিলিমিটার, গোমস্থাপুরে ১৮০ মিলিমিটার, নাচোলে ১৭৫ মিলি মিটার ও ভোলাহাটে ১৬৫ মিলিমিটার। সবমিলিয়ে জেলায় গড় বৃষ্টিপাতের পরিমান ১৯১ মিলিমিটার, যা একদিনের বৃষ্টিপাতে বিগত বছরের গুলোর মধ্যে সবচেয়ে বেশি। তিনি আরো জানান,অনেক এলাকার মাঠে থাকা ধান কিছুটা হেলে পড়েছে, মাঠ ছাড়াও অনান্য মাঠ কৃষির কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তা পর্ষবেক্ষন করা হচ্ছে।




