রাজধানীর নীলক্ষেতে কর্মজীবী মহিলা হোস্টেলের সিট ভাড়া বৃদ্ধির প্রতিবাদে নারীরা প্রায় তিন ঘণ্টা সড়ক অবরোধ করে।
শুক্রবার বিকাল ৪টা থেকে এ অবরোধ চলার পর সন্ধ্যা ৭টার দিকে নিউমার্কেট থানার মহিলা পুলিশ সদস্যরা মৃদু লাঠিচার্জ করে নারীদের সরিয়ে দেয়। আন্দোলনকারী নারীরা জানান, সম্প্রতি সমাজসেবা অধিদফতর হোস্টেলের সিট ভাড়া দ্বিগুন করেছে। এ হিসাবে সিঙ্গেল সিটের ভাড়া ১৫শ’ টাকার স্থলে তিন হাজার টাকা ও ডাবল সিটে ১১শ’ টাকার স্থলে দুই হাজার একশ’ ৬০ টাকা নির্ধারণ করে। এ নিয়ে তারা আগেও বেশ কয়েকবার আন্দোলন করেছে। আজ শুক্রবার বিকেল ৪টার দিকে হোস্টেলের নারীরা নিউ মার্কেট থানার সামনে কাটাবন সড়ক অবরোধ করে। প্রায় শতাধিক নারী রাস্তায় বসে পড়ে হোস্টেল সুপার সাদিকুন নাহারের পদত্যাগের দাবি তুলে শ্লোগান দেয়।
সন্ধ্যা ৭টার দিকে মহিলা পুলিশ সদস্যরা এসে মৃদু লাঠিচার্জ করে তাদের সরিয়ে দেয়। পুলিশের ধানমন্ডি জোনের সহকারী কমিশনার বলেন, হোস্টেলের নারীদের যদি কোনো দাবি থাকে সেক্ষেত্রে স্মারকলিপি পুলিশের কাছে দিতে পারে। আমরা ওই স্মারকলিপি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেবো।




