sliderখেলা

আইপিএল সেরা হলো বাংলাদেশি জাহানারার সেই বল

গত বছর থেকে ভারতে শুরু হয় নারীদের আইপিএল। তবে এবারই প্রথম এই টুর্নামেন্টে অংশ গ্রহণ করে বাংলাদেশ নারী দলের তারকা পেসার জাহানারা আলম। অভিষেকটা অবশ্য সুখকর হয়নি তার। তবে দ্বিতীয় ম্যাচেই জাত চিনিয়েছেন তিনি।
এবারের মিনি আইপিএলে ভেলোসিটির হয়ে খেলেছেন জাহানারা। ফাইনালের মঞ্চে বল হাতে রীতিমতো আগুন ঝরিয়েছেন তিনি। শিকার করেছেন ২ উইকেট, এর একটি বেস্ট বল অব দ্য আইপিএল নির্বাচিত হয়েছে। সবমিলিয়ে ৪ ওভার বোলিং করে ২১ রানে ২ উইকেট নেন টাইগ্রেস পেস সেনসেশন।
শনিবার জয়পুরে ফাইনালি লড়াইয়ে সুপারনোভাসের বিপক্ষে ১২তম ওভারে দ্বিতীয়বারের মতো বোলিংয়ে আসেন জাহানারা। সেই ওভারের শেষ বলে ইংল্যান্ডের নাটালি শিভারের অফ স্টাম্প উপড়ে ফেলেন তিনি। সেটিই বেস্ট বল অব দ্য নারী আইপিএল নির্বাচিত হয়েছে। আর নিজের তৃতীয় ওভারে নিউজিল্যান্ডের সোফি ডিভাইনকে সাজঘরের পথ দেখান জাহানারা। ওয়ানডেতে ৫ সেঞ্চুরির মালিককেও বোল্ড করেন ডানহাতি এ পেসার।

Related Articles

Leave a Reply

Back to top button