
দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: গতকাল রোববার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরন করেন কবির মিয়া (৬৫), তিনি দাউদকান্দি উপজেলার পেন্নাই গ্রামের মৃত আব্দুর রহমানে ছেলে। তিনি গত ১৫ আগষ্ট জায়গা সম্পত্তির বিরোধে বাড়ির সীমানার প্রতিপক্ষের হামলায় আহত হয়ে চিকিৎসাধীন ছিলেন। কবির মিয়ার পরিবারের বেশ কয়েকজন আহত হয়ে স্থানীয় ভাবে এখনো চিকিৎসাধীন রয়েছে। কবির মিয়ার বাড়ির সীমানার বেড়া ও নির্মাণাধীন ঘর ভাংচুর এবং হামলার ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে সর্বস্তরের মানুষের মাঝে চরম ক্ষোভ সৃষ্টি হয়। কিন্তু রোববার বৃদ্ধ কবির মিয়ার মৃত্যু সংবাদে সকলের মাঝে শোকের ছায়া নেমে আসে। এদিকে কবির মিয়ার ছেলে, মেয়ে ও স্ত্রীর কান্নায় হৃদয় কাঁপছে জনমানুষের। কবির মিয়ার ছেলে আক্তার হোসেন পূর্বেই একটি মামলা দায়ের করে, মৃত্যুর ঘটনায় এটি হত্যা মামলায় পরিনত হবে প্রশাসনিক সূত্র জানিয়েছে। গতকাল এবং আজও ঘটনাস্থল পরিদর্শন করেন গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ, ইন্সপেক্টর মোঃ আসাদুজ্জামান ও মামলার তদন্তকারী কর্মকর্তা ওমর ফারুক। কবির মিয়ার লাশের ময়নাতদন্তের পর জানাজা এবং দাফন সম্পন্ন হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।