
নাসির উদ্দিন,হরিরামপুর, মানিকগঞ্জ :হরিরামপুর উপজেলা প্রশাসন, যুব সংগঠন, চালা ইউনিয়ন পরিষদ ও বারসিক উদ্যোগে তাল বীজ বপন ও ফলজ বৃক্ষ রোপন করা হয় দিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তা থেকে দূর্গাপুরের রাস্তা পর্যন্ত ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বৃক্ষ রোপন ও চারা বিতরন কর্মসূচির উদ্বোধন করেন, হরিরামপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহরিয়ার রহমান, বিশেষ অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান বেগম সাজেদা চৌধুরী, বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল রায়, চালা ইউপি সদস্য ও উদ্যোক্তা কবির হোসেন।
উক্ত আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আব্দুল মজিদ। অনুষ্ঠান পরিচালনা করেন বারসিক প্রোগ্রাম অফিসার সত্যরঞ্জন সাহা।
উদ্যোক্তা কবির হোসেন বলেন, হরিরামপুর নিচু ও পদ্মা তীরবর্তী এলাকা। পদ্মা নদীর পানি বর্ষা মৌসুমে কৃষি ফসল ও রাস্তা ঘাট ভাঙ্গনে ব্যাপক ক্ষতি হয়। ক্ষতি থেকে রক্ষায় এলাকার যুবকগণ উদ্যোগ নিয়ে কাজ করছেন। মানুষের বাড়ি থেকে তাল বীজ সংগ্রহ ও রাস্তার পাশে বপন করছেন। যুবকগণ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানকে যুক্ত করার মাধ্যমে সামাজিক উদ্যোগ গ্রহন ও সচেতনতার কাজ করছেন।
যুবকদের এই বৃক্ষ রোপন আনন্দোন হরিরামপুরের গ্রামগুলো সবুজে সবুজায়িত হয়েছে। তাল বৃক্ষ রোপন করার মাধ্যমে রাস্তা ঘাট ভাঙ্গন রোধ ও ব্জ্রপাত রোধে সহায়ক হবে।
বারসিক প্রোগ্রাম অফিসার সত্যরঞ্জন সাহা বলেন, বিগত সময়ে যুবকদের উদ্যোগে হরিরামপুরের ১০ কিলো রাস্তার দুই পাশে তাল বীজ বপন করা হয়। বর্তমানে তালের চারাগুলো রাস্তার পাশে দেখা যাচ্ছে। তাল বৃক্ষ পরিবেশ বান্ধব বিধায় জমির আইলে রোপন করা যেতে পারে।তাল গাছে পাখির বাসা ও খাবারে সহায়ক হয়।আমরা সবাই মিলে সামাজিক কার্যক্রমগুলো করার মাধ্যমে ক্ষতির হাত থেকে রক্ষার পেতে পারি। অংশগ্রহনকারীদের বাড়িতে ফলের চালা রোপন করা হয়।