sliderস্থানীয়

হরিরামপুরে নবনির্বাচিত ১৫৫ ইউপি সদস্যের শপথ গ্রহণ

জ.ই.আকাশ, হরিরামপুর (মানিকগঞ্জ) : পঞ্চম ধাপে অনুষ্ঠিত সাধারণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ১৩টি ইউনিয়নের নবনির্বাচিত সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্যগণ শপথ গ্রহণ করেছেন।
২৩ ফেব্রুয়ারি (বুধবার) দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে ইউপি সদস্যদের শপথ বাক্য পাঠ করান হরিরামপুর উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম।
এ সময় নবনির্বাচিত ৩৯ জন সংরক্ষিত মহিলা সদস্য এবং ১১৬ জন সাধারণ সদস্য শপথ নেন। শারীরিকভাবে অসুস্থ থাকায় একজন সাধারণ ইউপি সদস্য অনুপস্থিত ছিলেন।
হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান।
শপথ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. অাজিম খান, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম সাজেদা চৌধুরী, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মানিকুজ্জামান, মাধ্যমিক শিক্ষা অফিসার নিগার সুলতানা চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অাবুল বাশার সবুজ।

Related Articles

Leave a Reply

Back to top button