sliderস্থানীয়

হরিরামপুরে নদী ও প্রাণ-প্রকৃতি সুরক্ষা কমিটি গঠন

নাসির উদ্দিন, হরিরামপুর প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার নদী ও প্রাণ-প্রকৃতি সুরক্ষা কমিটি গঠন করা হয়েছে। এতে হরিরামপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবুল বাশার সবুজ আহ্বায়ক এবং হরিরামপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদ হাসান আবেদ সদস্য সচিব মনোনীত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলা কৃষি দপ্তরের প্রশিক্ষণ কক্ষে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে মানিকগঞ্জ জেলা নদী ও প্রাণ-প্রকৃতি সুরক্ষা কমিটির আহ্বায়ক দীপক কুমার ঘোষ এ কমিটি ঘোষণা করেন।

এই কমিটি হরিরামপুর উপজেলার নদী ও প্রাণ-প্রকৃতির সুরক্ষায় কাজ করবে। সভায় জেলা নদী ও প্রাণ-প্রকৃতি সুরক্ষা কমিটির সমন্বয়কারী বিমল রায়সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, পরিবেশকর্মী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button