
মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রতিনিধি: হরিরামপুর উপজেলার পূর্বখলিলপুর সুইচগেইট সংলগ্ন বৃষ্টি হলেই দীর্ঘ ৫ মাস যাবৎ জলবদ্ধতার কারণে অতিষ্ঠ দুই গ্রামের সর্বসাধারণ জনগন, পানি নিষ্কাশনের প্রয়োজনীয় কোন ব্যবস্থা নেই।
পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকার কারণে স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের সহ সর্বসাধারণের যাতায়াত বিঘ্ন ঘটে। এখন পর্যন্ত কর্তৃপক্ষ কোন ব্যবস্থা গ্রহন করেনি এমনটি মন্তব্য করেন স্থানীয় বাসিন্দারা ও স্কুল পড়ুয়া শিক্ষার্থীবৃন্দ।
সরে জমিনে গিয়ে দেখা যায়,হাটু সমান পানি জমে থাকে।কিন্তু পানি নিষ্কাশনের প্রয়োজনীয় কোন ব্যবস্থা নেই।
পূর্ব খলিলপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ সাব্বির হোসেন জানান, এ বিষয়টি নিয়ে ইউএনওকে একাধিকবার মৌখিকভাবে জানানো হয়েছে,কিন্তু এখন পর্যন্ত নেওয়া হয়নি কোন কার্যকর পদক্ষেপ।
খলিলপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক মীর শওকত হোসেন জানান, আমি উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হোক।
স্কুল পড়ুয়া শিক্ষার্থী মোঃ আলামিন জানান,জলবদ্ধতার কারণে আমাদের স্কুলে যেতে নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হয়,চলাচলে বিঘ্ন ঘটছে।
স্থানীয় ভুক্তভোগী মোঃ জামিল বিশ্বাস জানান,দীর্ঘ দিন যাবৎ ধরে সামন্য বৃষ্টি হলেই জলবদ্ধতার কারণে পানি জমে থাকায় স্থানীয়দের চলাচলের বিঘ্ন ঘটছে।
পানি নিষ্কাশনের প্রয়োজনীয় কোন ব্যবস্থা গ্রহন করা হয়নি, দেখার কেউ নেই।
বলড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হোসনেয়ারা বেগমকে জিজ্ঞেসা করলে তিনি জানান, বিষয়টি আমি অবগত নই,বিষয়টি খতিয়ে দেখে কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করছি।
বিষয়টি নিয়ে অতি দ্রুত নিরাসনের ব্যবস্থা গ্রহন করবো।
উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত ফাহিজা বিসরাত হোসেন মুঠোফোনে জানান, বিষয়টি আগের ইউএনকে জানানো হয়েছিলো,আমি আপনাদের মাধ্যমে জানতে পেরেছি। বিষয়টি খতিয়ে দেখে অতিদ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করছি।




