
হরিরামপুর প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুরে আওয়ামীলীগ অফিসে ককটেল বিস্ফোরণ ও হামলার ঘটনায় শফিকুল হক আকন্দ মুক্তা নামের স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার বিকেলের উপজেলার বাল্লা ইউনিয়নের ব্যাসদি কালভার্ট মোড় থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। মুক্তা উপজেলার বাল্লা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবং বাল্লা ইউনিয়নের ৫নং ওয়ার্ড সদস্য।
হরিরামপুর থানা ওসি সুমন কুমার আদিত্য জানান, শুক্রবার রাতে আওয়ামীলীগ অফিসে হামলার ঘটনায় আওয়ামীলীগের সভাপতি গোলজার হোসেন বাচ্চু মামলা দায়ের করেন। সে মামলায় স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন সভাপতি মুক্তাকে গ্রেপ্তার করা হয়েছে।