পতাকা ডেস্ক: আমার বাংলাদেশ পার্টির নেতারা বলেছেন,স্বাধীনতার চেতনাধারী আওয়ামীলীগ আজ দেশের স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। নির্বাচন বর্জনের লাগাতার আন্দোলনের অংশ হিসেবে আজ চতুর্থ দিনের মতো প্রচারপত্র বিতরণ কালে নেতারা উপরোক্ত কথা বলেন।
৭ই জানুয়ারী প্রহসনের নির্বাচন বর্জনে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে তৃতীয় দিনের মতো প্রচারপত্র বিলি করেছে আমার বাংলাদেশ পার্টি – এবি পার্টি। আজ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিজয় একাত্তর চত্বর থেকে বিজয়নগর, সেগুনবাগিচা, কাকরাইল সহ রাজধানীর বিভিন্ন জায়গায় প্রচারপত্র বিলি করেছে দলটি। বিতরণের শুরুতেই বক্তব্য রাখেন এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক বিএম নাজমুল হক, যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা ও সহকারী সদস্য সচিব এম আমজাদ খান।
বক্তৃতায় বিএম নাজমুল হক বলেন, দেশের গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায় বিচার আজ হুমকির মুখে। সবচেয়ে দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে যে দলটি স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছে সেই আওয়ামীলীগ আজ গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায়বিচারকে ভুলুন্ঠিত করে নতুন বাকশাল কায়েমের পথ ধরেছে। এবি পার্টি এই ধরনের প্রহসনের নির্বাচন মানেনা। দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় এবি পার্টি আন্দোলন সংগ্রামে সব সময় থাকবে ইনশাআল্লাহ।
যুগ্ম সদস্য সচিব রানা বলেন, এবি পার্টি মানুষের গণতান্ত্রিক অধিকারকে সম্মান করে। মানুষের অধিকার প্রতিষ্ঠাই এই পার্টির লক্ষ্য। আগামী ৭ জানুয়ারী কোন নির্বাচন হচ্ছে না। এটা সরকারের লুটপাট অব্যাহত রাখতেই একটি একতরফা নির্বাচনী নাটক সাজানো হয়েছে। জনগণ এই নির্বাচনে অংশ নিবেনা।
এসময় আরও উপস্থিত ছিলেন, এবি পার্টির সহকারী সদস্য সচিব মাসুদ জমাদ্দার রানা, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক আব্দুল হালিম খোকন, যুবপার্টির যুগ্ম সদস্য সচিব সুলতানা রাজিয়া, যুবপার্টি ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব শাহিনুর আক্তার শীলা, কেন্দ্রীয় কমিটির সদস্য ফেরদৌসী আক্তার অপি, রিপন মাহমুদ, মশিউর রহমান মিলু, পল্টন থানা আহবায়ক আব্দুল কাদের মুন্সি, সদস্য সচিব রনি মোল্লা, যাত্রাবাড়ী থানা সমন্বয়ক সিএম আরিফ।