sliderস্থানীয়

স্ত্রীর মুখ দেখার আগেই কটিয়াদীতে প্রবাসীর মৃত্যু

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি:কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের চাতল বাঘাটা গ্রামের আব্দুল কাদিরের মেজু ছেলে সৌদি প্রবাসী পারভেজ মিয়া (২৫)উভয় পরিবারের সম্মতিক্রমে তিন মাস পূর্বে ফোনের মাধ্যমে বিয়ে করেন। কিন্তু হতভাগার আর কণের মুখ দেখা হলো না। গত একুশে আগস্ট বুধবার সৌদি আরবের দামাম শহরের একটি বেসরকারি কোম্পানিতে চাকুরীরত অবস্থায় পারভেজ মিয়া অসুস্থ হয়ে পড়লে সেখানকার প্রবাসীরা তাকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরদিন মোবাইল যুগে এই মৃত্যুর খবর মৃতের পিতা আব্দুল কাদির এর নিকট আসলে সমস্ত পরিবারের এক শোকের ছায়া নেমে আসে। পারভেজের পিতা আব্দুল কাদের বলেন, আমাদের সংসারে স্বাচ্ছন্দ ফিরিয়ে আনার জন্য আত্মীয়-স্বজনসহ অনেকের কাছ থেকে ধারদেনা করে পারভেজকে সৌদি পাঠাই। বর্তমানে ধার দেনা সুদ করে সংসারে সুখের আশায় মাত্র তিন মাস পূর্বে উভয় পক্ষের অভিভাবকের সম্মতিক্রমে মোবাইল ফোনের মাধ্যমে পারভেজকে বিয়ে করিয়েছিলাম। অনেক স্বপ্ন ছিল তাকে নিয়ে। ভেবেছিলাম সে বাড়ি আসলে সমস্ত আত্মীয়-স্বজনকে নিয়ে ধুমধাম করে বাড়িতে নতুন বউ নিয়ে আসব। কিন্তু গতকাল একটি ফোনেই আমাদের সমস্ত স্বপ্ন শেষ হয়ে গেল। অথচ মৃত্যুর কয়েক ঘন্টা আগেও সে আমাদের সাথে মোবাইলে কথা বলে। এখন শেষবারের মতো তার লাশটি দেখার অপেক্ষায় আছি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নিকট আমাদের আকুল আবেদন, যেন দ্রুত সময়ের মধ্যে আমার ছেলের লাশ দেশে আনার ব্যবস্থা করেন।

Related Articles

Leave a Reply

Back to top button