sliderরাজনীতিশিরোনাম

সিলেটের বন্যাদূর্গত মানুষের মাঝে এবি পার্টির ত্রাণ কার্যক্রম

সিলেটের বন্যাদূর্গত মানুষের মাঝে ত্রাণ কার্যক্রম শুরু করেছে আমার বাংলাদেশ (এবি) পার্টি।
আজ সোমবার সকালে কেন্দ্রীয় ত্রাণ টিমের সদস্যরা পার্টির যুগ্ম আহবায়ক ও টিম প্রধান প্রফেসর ডাঃ মেজর (অবঃ) আব্দুল ওহাব মিনারের নেতৃত্বে সিলেট পৌছান। ত্রাণ টিমে রয়েছেন ঢাকা মহানগর উত্তরের আহবায়ক আলতাফ হোসাইন, ছাত্র বিভাগের সমন্বয়ক মোঃ প্রিন্স, শ্রমিক নেতা ফিরোজ হোসেন ও হেলাল উদ্দিন। ত্রাণ সামগ্রী নিয়ে নেতৃবৃন্দ সিলেট পৌঁছালে তাদেরকে স্বাগত জানান সিলেট মহানগরের সমন্বয়ক ওমর ফারুক, জেলা আহ্বায়ক অ্যাডভোকেট নাজমুল হক সোহেল, সদস্য সচিব ও জেলা আইনজীবী সমিতির সহ-সমাজ সম্পাদক অ্যাডভোকেট হোসাইনুর রহমান লায়েস, কেন্দ্রীয় কমিটির সদস্য মিজবাহ মন্জুর, আহমদ খলিল তফাদার, শরীফুজ্জামান চৌধুরী, ইঞ্জিনিয়ার আশরাফ ও যুবনেতা বাবুল আহমেদ সহ স্থানীয় নেতৃবৃন্দ।
পরে নগরীর বিভিন্ন ব্লক, মুরাদপুরের আশ্রয় কেন্দ্র সহ বন্যার্ত বিভিন্ন এলাকায় ফুড প্যাকেট বিতরণ করা হয়। যে সকল জায়গায় মানুষের রান্না করার সুযোগ নেই পরবর্তীতে সেসকল এলাকায় রান্না করা খাবার বিতরণ করা হয়।


এছাড়াও ত্রাণ টিম সুনামগঞ্জের দুর্গত এলাকা সহ বিভিন্ন এলাকার জন্য স্ব স্ব অঞ্চলের নেতৃবৃন্দের নিকট ফুড প্যাকেট হস্তান্তর করেন।
ফুড প্যাকেট বিতরণকালে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের সাথে কথা বলেন এবং তাদের নানা সমস্যা সমাধানের আশ্বাস দেন টিম প্রধান আব্দুল ওহাব মিনার। পরে সাংবাদিক ও স্থানীয় মানুষদের উদ্দেশ্যে ব্রিফিং কালে তিনি বলেন, পুরো সিলেট অঞ্চল আজ পানির নীচে। সরকার অসহায় মানুষের পাশে দাঁড়াতে যে ধরনের ভুমিকা রাখার দরকার তা তারা রাখতে পারেনি। সেনা, নৌ, কোষ্টগার্ড সহ সকল বাহিনীকে সমন্বয় করে পুরো অঞ্চলের মানুষকে আশ্রয়কেন্দ্রে নিয়ে আশা সম্ভব ছিলো। তিনি সরকারের উদাসীনতার কারনে মানুষের দুর্ভোগের জন্য তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি রাষ্ট্রীয় পর্যায় থেকে বন্যায় ত্রাণ ও পূণরোদ্ধার কার্যক্রম কে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার দাবী জানান।

Related Articles

Leave a Reply

Back to top button