সিরিয় ভূখণ্ডের দখল ছাড়ুন: আমেরিকাকে ইরান

জাতিসংঘে নিযুক্ত ইরানের উপ-রাষ্ট্রদূত ইসহাক আলে হাবিব বলেছেন, সিরিয়ায় মার্কিন সেনা উপস্থিতি ও সন্ত্রাসবাদের প্রতি তাদের সমর্থন বন্ধ করতে হবে। সিরিয়ায় চলমান সংকটের রাজনৈতিক সমাধান বের করার চেষ্টা চলছে বলে তিনি জানান।
গতকাল (বুধবার) জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দেওয়া ভাষণে আলে হাবিব আরও বলেছেন, আমেরিকা সিরিয় ভূখণ্ডের একাংশ দখল করে রেখেছে এবং সেখানে সেনা মোতায়েন রেখে সন্ত্রাসীদের সমর্থন দিয়ে যাচ্ছে।
ইরানের উপ-রাষ্ট্রদূত বলেন, আমেরিকার ঘনিষ্ঠ মিত্র সৌদি আরব মধ্যপ্রাচ্যে ধ্বংসাত্মক ভূমিকা পালন করছে। তারা তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সমর্থন দিয়ে যাচ্ছে। এসব গোষ্ঠীর ওপর যাদের প্রভাব রয়েছে তাদের উচিৎ সন্ত্রাসীদেরকে অস্ত্রসমর্পণ ও রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণে উৎসাহিত করা।
তিনি বলেন, বিদেশি সন্ত্রাসী যারা সিরিয়ায় রয়েছে তাদেরকে নিজ নিজ দেশে ফেরত পাঠাতে হবে। আর সন্ত্রাসীদের মধ্যে যারা সিরিয়ার নাগরিক তাদের বিরুদ্ধে দেশটির আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।
সিরিয়া সরকারের অনুরোধে সেদেশে সন্ত্রাসবিরোধী অভিযানে অংশ নিচ্ছে ইরানের সামরিক উপদেষ্টারা।
পার্সটুডে