sliderস্থানীয়

সিঙ্গাইরে ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার

সিঙ্গাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জের সিঙ্গাইরে ১৬৫ পিস ইয়াবাসহ মাহফুজ খান (৫৭) ও শাহীন (৩৬) নামে দুই যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ সৈয়দ মিজানুর ইসলাম। গ্রেফতার মাহফুজ খান উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ড নগর গ্রামের মৃত আলতাফ খানের ছেলে ও শাহীন পূর্ব বাস্তা গ্রামের আব্দুল হকের ছেলে।

থানা সূত্রে জানাগেছে, সোমবার রাতে গোঁপন সংবাদের ভিত্তিতে সিঙ্গাইর থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ রফিকুল ইসলাম উপজেলার ধল্লা ইউনিয়নে একটি মাদক বিরোধী অভিযান চালান। এসময় ফোর্ডনগর এলাকার মিলন ঘাটের উত্তর পার্শ্বের রাস্তা থেকে মোঃ মাহফুজ খান ও মোঃ শাহীনকে ১৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।

সিঙ্গাইর থানার অফিসার ইনচার্জ সৈয়দ মিজানুর ইসলাম বলেন, গ্রেফতারকৃত মাহফুজ খানের বিরুদ্ধে চুরি ও মাদকসহ ১২টি মামলা রয়েছে। আসামীদ্বয়ের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button