
নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়ায় রাস্তার পাশ থেকে অজ্ঞাত (৩৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে সিংড়ার নাটোর-বগুড়া মহাসড়কের জামতলী এলাকায় সড়কের পাশের খাদের ঝোপ থেকে ওই লাশ উদ্ধার করা হয়।
সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, সকালে উপজেলার জামতলী এলাকায় নাটোর-বগুড়া মহাসড়কের পাশে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিস ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। লাশটির পরিচয়ে কাজ করছে পুলিশ। বিষয়টি তদন্তে পিবিআইকে খবর দেয়া হয়েছে।
পড়ে থাকা লাশটির পড়নে কালোনীল রঙ্গের লুঙ্গি, হালকা বেগুনী রঙ্গের ফুলহাতা শার্টের পকেটে কালো রঙ্গের টুপি ছিল এবং পাশে লাল রঙ্গের একটি গামছা পড়ে ছিল। মুখের ডান দিকে ছোপ ছোপ রক্তের দাগ দেখা গেছে।