সিরাজুল ইসলাম,সিংগাইর,প্রতিনিধি : মানিকঞ্জের সিংগাইরে মাসিক আইন-শৃংখলা সভা উপজেলা সম্মেলন কক্ষে (বিআরডিবি হল) অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ২৫ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় উপজেলা নির্বাহী অফিসার দিপন দেবনাথ সভার সভাপতিত্ব করেন। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নান. পৌর মেয়র আবু নাঈম মো. বাশার, উপজেলা ভাইস চেয়ারম্যান ইঞ্জিঃ রবিউল আলম উজ্জল, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সায়েদুল ইসলাম, সিংগাইর থানার সেকেন্ড অফিসার এসআই মো. মাহফুজ রানা, ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ শাহাদৎ হোসেন, মোহাম্মদ জাহিদুল ইসলাম ভূঁইয়া ও আব্দুল হালিম প্রমুখ।
আইন-শৃংখলা সভায় মাদক, চুরি, চায়না জাল দিয়ে মাছ নিধন ও হ্যালো বাইক চুরি রোধে সংশ্লিষ্ট পৌরসভা ও ইউনিয়ন পরিষদ হতে রেজিস্ট্রেশনের আওতায় আনার সিদ্ধান্ত হয়। সভায় উপজেলার বিভিন্ন দফতরের প্রধানগণ ও আইন-শৃংখলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।