
নিজস্ব প্রতিনিধি : হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে মিনি ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে ৭ মাসের শিশুসহ ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩ জন।
মঙ্গলবার (১৩ অক্টোবর ) বিকেল পৌনে ৪ টার দিকে সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের দেউলী এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন- পার্শ¦বর্তী সাভার উপজেলার মোঃ রুমানের ৭ মাসের শিশু কন্যা ইনফা ও সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স আনোয়ারা খাতুনের স্বামী নাজিমুদ্দিন (৫০)। নিহত নাজিমুদ্দিন ২ সন্তানের জনক ও ঢাকার ধামরাই উপজেলার দেবহাটি পূর্বপাড়া গ্রামের জহির উদ্দিনের পুত্র।
থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিংগাইর সদর থেকে ছেড়ে আসা মিনিট্রাক ( ঢাকা মেট্রো-ঠ-১১-৫১৫৪) এর সাথে তার বিপরীত দিক থেকে ছেড়ে আসা সিনএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি সড়কের দক্ষিণ পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান শিশু ইনফা ও নাজিমুদ্দিন। এ সময় সিএনজি চালকসহ ৩ জন আহত হন। আহতদের মধ্যে সিএনজি চালকের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে সাভারের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর দু‘জনের মধ্যে নিহত শিশু ইনফার মা হালিমা আক্তার (১৮) ও সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়নের পারিল-নওয়াধা গ্রামের সাইফুল ইসলামকে (৩০) স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করেছেন। এ সড়ক দূর্ঘটনাকে কেন্দ্র করে আঞ্চলিক মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
এ ব্যাপারে সিংগাইর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম বলেন, সড়ক পরিবহণ আইনে আইনগত ব্যবস্থা নেয়া হবে। সেই সাথে সড়কের যানজট নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে ।