
বিধান মন্ডল, (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় ২০২৩-২৪ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় ৮০ জন মৎস্যচাষীকে চারটি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে চলতি মাসের ১৩ তারিখে শুরু হয়ে মঙ্গলবার (২১ নভেম্বর) দিনব্যাপী মৎস্য অফিসের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়। ফরিদপুর জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকারের দিকনির্দেশনায় ও সালথা উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহরিয়ার জামান সাবুর সার্বিক তত্ত্বাবধানে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, ২০২৩-২৪ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় ৬০জন পুরুষ ও ২০জন মহিলাকে চারটি ব্যাচে প্রশিক্ষণ প্রদান করা হয়। এর মধ্য নমুনা মৎস্যচাষীর মাছ উৎপাদন সংক্রান্ত তথ্য সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষনে ২০জন, উত্তম মৎস্য চাষ অনুশীলনে কার্পজাতীয় মাছের চাষ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষনে ২০জন, নার্সারি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষনে ২০জন ও পাবদা মাছের চাষ বয়বস্থাপনা বিষয়ক প্রশিক্ষনে ২০ জন কে প্রশিক্ষণ প্রদান করা হয়। মাছ চাষের পাশাপাশি বিকল্প কর্মসংস্থানের জন্য এই প্রশিক্ষণ তাদের উপকারে আসবে।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহরিয়ার জামান সাবু জানান, চারটি ব্যাচে ৬০পুরুষ ও ২০জন মহিলা সহ মোট ৮০জন কে এই প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। মাছ চাষের পাশাপাশি বিকল্প কর্মসংস্থান ও অতিরিক্ত আয় করার জন্য এই প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এছাড়াও যেকোন সেবা ও পরামর্শের জন্য উপজেলা মৎস অফিসে যোগাযোগ করার অনুরোধ রইলো।