sliderস্থানীয়

সালথায় হিন্দু সম্প্রদায়ের সাথে মেজর (অবঃ) আতমা হালিম এর মতবিনিময়

বিধান মন্ডল ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সালথায় হিন্দু সম্প্রদায়ের সাথে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মেজর (অবঃ) আতমা হালিমের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) রাত ৮টায় উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া সার্বজনীন পূজা মন্দিরে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বল্লভদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউনূস মোল্লার সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ শ্রম ও জনশক্তি বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য ও বঙ্গবন্ধু সেনা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মেজর (অবঃ) আতমা হালিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান মোল্লা।

অন্যান্যদের মধ্যে বল্লভদী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জাকু কাজী, সাবেক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান মিলন মিয়া, যুবলীগ নেতা তাপস, রাসেল খান, ফুলবাড়িয়া সার্বজনীন পূজা মন্দিরের সভাপতি সঞ্জিত দাস, সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় সাহাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মেজর অবঃ আতমা হালিম আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিরোধীদের রাজনীতির নামে অপকর্ম বাদ দিয়ে নির্বাচনে আসার অনুরোধ জানান। তিনি আরো বলেন, বিরোধী পক্ষ ভালো করেই জানে আসন্ন নির্বাচনে তাদের জয় অসম্ভব। এই জন্যই তারা বিভিন্ন কুচক্রী মহলের সাথে একত্রিত হয়ে নির্বাচনকে পন্ড করতে চায় বলে তিনি মন্তব্য করেন।

Related Articles

Leave a Reply

Back to top button