sliderস্থানীয়

সালথায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত

বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি: “কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে ফরিদপুরের সালথায় জাতীয় কন্যা শিশু দিবস ২০২৪ পালিত হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকাল ৩টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটির শুরুতে উপজেলা পরিষদের চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সূচনা স্থানে এসে শেষ হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী আবু জাফর, মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌস আরা ডলি, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জিয়াউল হক, উপজেলা নির্বাচন কর্মকর্তা ইমরান হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা ইয়াকুব আলী, উপজেলা বন কর্মকর্তা নজরুল ইসলাম প্রমুখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button