সালথায় ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে লাবু চৌধুরী এমপি

বিধান মন্ডল,(ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদি ইউনিয়নের সোনাতুন্দী গ্রামে ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাড়ালেন ফরিদপুর-২, আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী এমপি ।
সংসদ সদস্যর নিজ তহবিল থেকে শুক্রবার (৬ অক্টোবর) বিকাল ৪টায় সোনাতন্দী গ্রামের ক্ষতিগ্রস্থ ২১টি পরিবারের প্রত্যাককে ২৫ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি ডাল, ২ কেজি তেল, ১ কেজি পেঁয়াজ ও ২ কেজি লবণ বিতরণ করেন।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর, সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শেখ সাদিক, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কাজী দেলোয়ার, ইউপি চেয়ারম্যান খন্দকার সাইফুর রহমান শাহিন সহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার (০৫ অক্টোবর) বিকালে বল্লভদী ইউনিয়নের সোনাতুন্দী গ্রামে এক ভয়াবহ ঘূর্ণিঝড় আঘাত হানে। কোনো কিছু বুঝে ওঠার আগেই প্রচন্ড বেগে ঘূর্ণিঝড়ের আঘাতে ২১টি বসতঘর ও অসংখ্য গাছ-পালা তচনছ হয়ে যায়।