
পাকিস্তানি স্পিনার ইয়াসির শাহের হুমকি মোকাবিলায় ‘দুসরা’র উদ্ভাবক এবং সাবেক অফ-স্পিনার সাকলায়েন মুশতাকের সাহায্য কামনা করেছে ইংল্যান্ড। গত সপ্তাহে লর্ডসে ইয়াসির ১০ উইকেট নিয়ে ইংল্যান্ড শিবির ধসিয়ে দেন। দীর্ঘ বিরতির পর পাকিস্তান লর্ডসে জয় পায়। তিনিই হয়েছিলেন ম্যান অব দি ম্যাচ।
চার টেস্ট সিরিজে পাকিস্তান এখন ১-০-এ এগিয়ে রয়েছে। এখন ইংল্যান্ড তাদের ব্যাটসম্যানদের ইয়াসির শাহকে কিভাবে খেলবে তা নিয়ে কিছু করতে চাইছে। তাছাড়া তাদের অফ-স্পিনার মইন আলী এবং লেগ স্পিনার আদিল রশিদের জন্য টিপসের ব্যবস্থা করে দেয়ার জন্যও সাকলায়েনের মতো কাউকে দরকার বলে ইংল্যান্ড শিবির মনে করছে।
পাকিস্তানি ব্যাটসম্যানরা মইন আলীকে সাবলীলভাবে খেলছে।