sliderস্থানীয়

সখীপুরে কারাবন্দী প্রধান শিক্ষকের মুক্তির দাবি

সখীপুর প্রতিনিধি : টাঙ্গাইলের সখীপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা পাওয়া প্রধান শিক্ষকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে।

শনিবার (২৬ আগস্ট) বেলা ১১টায় সখীপুর পৌরসভার মোখতার ফোয়ারা চত্বরে এ কর্মসূচি পালিত হয়। দণ্ডিত শিক্ষকের সাবেক শিক্ষার্থী, সহকর্মী ও গ্রামবাসী এ কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধন শেষে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলার সাড়াসিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রুবেল মিয়া, সূর্যতরুণ শিক্ষাঙ্গন স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক মানিবুর রহমান, সহকর্মী শিক্ষিকা উম্মে হাবিবা, সাবেক শিক্ষার্থী নিশাত দীপ, এলাকাবাসীর পক্ষে দুলাল হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খান রফিক, সাবেক ছাত্র ও কালিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, উপজেলার জামাল হাটকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীনকে নিজ বিদ্যালয়ের এক শিক্ষার্থীকে উত্যক্ত করার অভিযোগে গত ১৪ আগস্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আলম এক মাসের কারাদণ্ড দেন।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজান আলম বলেন, বিষয়টি বিচারাধীন। এ বিষয়ে আমার কোনো মন্তব্য সমীচীন নয়।

Related Articles

Leave a Reply

Back to top button