sliderস্থানিয়

শেরপুরের গর্ব,বিনামূল্যে চিকিৎসা সেবা পৌছে দিচ্ছেন ডাঃ মোঃ দিদারুল আলম

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি: গারো  পাহাড়ের পাদদেশে অবস্থিত শেরপুর জেলার শ্রীবরদী থানার পশ্চিম ছনকান্দার কৃতি সন্তান মানবিক ডাক্তার মোঃ দিদারুল আলম ১৬ মে ২০০১ সালে জন্মগ্রহণ করেন। 

তিনি পশ্চিম ছনকান্দার গর্ব পিতা বন বিভাগের কর্মকর্তা ফরেষ্ট রেঞ্জার মোঃ এমদাদুল হক মাতা দেলোয়ারা পারভীন এর সুযোগ্য সন্তান।  

ডাঃ দিদারুল ছোট থেকেই মেধাবী ছাত্র ছিলেন।  গাজীপুর জেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন।

এরপর শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন এবং বর্তমানে উক্ত হাসপাতালে কর্মরত আছেন।

মেডিকেলে অধ্যয়নরত থাকাকালীন ডা. দিদারুল তার সহযোগিদের নিয়ে “স্বপ্নের দেশ ফাউন্ডেশন” নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থা গড়ে তোলেন যারা ক্রমান্বয়ে দেশের বিভিন্ন প্রান্তিক পর্যায়ের অসহায় হতদরিদ্র মানুষের কাছে বিনামূল্যে ঔষধ, চিকিৎসা সেবা, শীতবস্ত্র বিতরণ,বিশ্ব ইস্তেমা ময়দানে মেডিকেল ক্যাম্প সহ বিভিন্ন সমাজসেবামূলক কাজে অংশ গ্রহণ করে আসছেন।

জানা যায়, সংস্থাটি এ পর্যন্ত সারা দেশে বিভিন্ন মাদ্রাসায় ৫শতাধিক কুরআন বিনামূল্যে প্রদান করেন।

গত ৭ অক্টোবর ২০২৪ সালের ভয়াবহ বন্যায় ক্ষয়ক্ষতিতে  তিনি নিজ এলাকায় ফিরে আসেন এবং ঝিনাইগাতী থানার ক্ষতিগ্রস্থ বেশ কয়েকটি গ্রামে শতাধিক মানুষের বাসস্থানের জন্য টিন, ভারি খাদ্যসামগ্রী, পোশাক, ফ্রি ঔষধ সহ ট্রিটমেন্ট এর আয়োজন করেন।

তিনি আরও বলেন অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে ও  মানুষের কল্যাণে কাজ করে যাব ইনশাআল্লাহ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button