
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি: শিবগঞ্জ উপজেলার কালুপুরে জলবায়ু সহিষ্ণু গাভীর সেড উদ্বোধন ও হস্তান্তর করা হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তব্যয়নে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের অর্থায়নে সুবিধাভোগী কালুপুর গ্রামের খামারী মোঃ আশরাফুল আলম(রশিদ) বাড়িতে উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত সেডের উদ্বোধন ও হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজাহার আলী। উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে উদ্বোধনকালে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তৌফিক আজিজ কৃষি অফিসার মোঃ নয়ন মিয়া ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ আবু ফেরদৌস প্রমূখ।
এ সময় প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ শাহাদৎ হোসেন বলেন মাংস দুধ উৎপাদনের লক্ষ্য ১০টি গাভী পালনের জন্য সেড নির্মান করে দেয়া হয। এতে করে খামারিরা গাভী পালনে উদ্বুদ্ধ হবে। বেকারমুক্ত হবে সমাজ।




