বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করা করোনা ভাইরাস থেকে সতর্ক হতে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।
শনিবার (১৪ মার্চ) সংগঠনটির আহ্বায়ক হাসান আল মামুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সরকারের কাছে এ দাবি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে ইতোমধ্যে তিনজন করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে৷ তাদের দুইজন এসেছিলো ইতালি থেকে। এদের একজনের সংস্পর্শে আরও একজন আক্রান্ত হয় এবং সারাদেশে প্রায় ১ হাজার ২০০ জন হোম কেয়ারান্টাইনে রয়েছে বলে জানা গেছে।
করোনা ভাইরাসে ব্যাপকভাবে আক্রান্ত দেশগুলোর দিকে লক্ষ্য করলেই এই ভাইরাস কতটা দ্রুত ছড়িয়ে পড়ে তো সহজে বোঝা যায়। সরকারের পক্ষ থেকে এ কারণে বিভিন্ন সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে এবং গণজমায়েত এড়িয়ে চলতে বলা হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধের বিষয়ে কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি।
আরও বলা হয়, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে গণরুমের সংস্কৃতি রয়েছে, যেখানে একরুমে গাদাগাদি করে অনেক শিক্ষার্থী একসাথে অবস্থান করে। বিশ্ববিদ্যালয়ের গণরুমগুলো করোনা ভাইরাসের উচ্চ ঝুঁকির মধ্যে রয়েছে। একবার গণরুমে এই ভাইরাস ছড়িয়ে পড়লে মহামারি আকার ধারণা করবে। কিন্তু এখন পর্যন্ত কোনো বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কমিটির মিটিংএ শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এ বিষয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে প্রক্টর গোলাম রাব্বানী জানিয়েছেন, যদি কোনো শিক্ষার্থী করোনাভাইরাসে সংক্রামিত হয় বা দেশের সামগ্রিক পরিস্থিতির অবনতি হয় সেক্ষেত্রে আমরা এটা (বিশ্ববিদ্যালয় বন্ধ করা) বিবেচনা করব।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সতর্ক থাকতে বলেছেন এবং করোনা ভাইরাসের আতঙ্কের কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ করার প্রয়োজন নেই বলে অভিমত প্রকাশ করছেন। কিন্তু ইতোমধ্যে পৃথিবীর অনেক দেশে করোনা সতর্কতার কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। কিন্তু বাংলাদেশে কেন শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করা হচ্ছে না?
এর আগে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু রোগ ছড়িয়ে পরলেও প্রশাসনের পক্ষ থেকে তা প্রতিরোধ করা সম্ভব হয়নি।
প্রসঙ্গত, করোনা ভাইরাসের বৈশ্বিক প্রভাবের কারণে চীনে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া ভাইরাসটি ইতোমধ্যে পৃথিবীর অনেক দেশে ছড়িয়ে পড়েছে। এখনো পর্যন্ত মোট ১৪৫ টি দেশে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী চিহ্নিত হয়েছে। করোনা ভাইরাসে পৃথিবীতে মোট আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় ১৪ লাখ ৫ হাজার ৮৫৩ জন, যা প্রতিনিয়ত বাড়ছে। এর মধ্যে মোট মৃত্যুর সংখ্যা ৫ হাজার ৪৩৮ জন। সুস্থ হয়েছে ৭২ হাজার ৫৫০ জন।
চীনে মারা গেছে ৩ হাজার ১৮৯ জন, ইতালিতে ১ হাজার ২৬৬ জন, ইরানে ৫১৪ জন, দক্ষিণ কোরিয়াতে ৭২ জন, স্পেনে ১৩৩, জার্মানিতে ৮ জন, ফ্রান্সে ৭৯ জন, আমেরিকাতে ৫০,নেদারল্যান্ডে ১০ জন, যুক্তরাজ্যে ১১ জন, জাপানে ২১ জনসহ বিভিন্ন দেশে ৩-৪ জন করে মারা গিয়েছে।